Showing posts with label সোশ্যাল মিডিয়া. Show all posts
Showing posts with label সোশ্যাল মিডিয়া. Show all posts
telegram টেলিগ্রাম thankyoutravelguide thank you travel guide blogger guideblogger thankyouguideblogger

আগস্টের শেষদিকে জনপ্রিয় অনলাইন মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরভকে গ্রেফতার করেছিল ফ্রান্স কর্তৃপক্ষ। টেলিগ্রাম অ্যাপে অবৈধ কর্মকান্ড সংঘটিত হওয়া এবং অ্যাপে মডারেশন নিয়ে যথেষ্ট তৎপরতা না থাকার অভিযোগে ফ্রান্সের এক বিমানবন্দরে আটক করা হয় টেলিগ্রামের প্রধান নির্বাহীকে। তিনি জানান, টেলিগ্রাম কোম্পানির কাছ থেকে যথাযথ জবাব না পাওয়ার কারণে অ্যাপটির প্রতিষ্ঠাতাকে দায়ী করতে পারে ফ্রান্স কর্তৃপক্ষ। আর সেখান থেকে জামিনে ছাড়া পেয়ে সম্প্রতি টেলিগ্রামে এক পোস্টে অ্যাপটিতে নতুন কিছু পরিবর্তন আনার ঘোষণা দেন পাভেল দুরভ। টেলিগ্রাম অ্যাপ এবং টুইটারে দেয়া ঐ পোস্টে পাভেল অ্যাপটিতে নতুন কিছু সুবিধা আনার পাশাপাশি পুরাতন দুটি ফিচার বন্ধ করার ঘোষণা দেন। তার মতে, যে ফিচারদুটি বন্ধ করা হচ্ছে সেগুলো অনেক আগে চালু করা হয়েছিল যা বর্তমানে অপব্যবহার হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। বন্ধ হয়ে যাওয়ার তালিকায় প্রথম থাকছে টেলিগ্রামের ‘পিপল নিয়ারবাই’ ফিচার, যা ব্যবহার করে আশেপাশে থাকা টেলিগ্রাম ইউজারদের সাথে যোগাযোগ করা যেত। এটি ফোনের লোকেশন ট্র্যাকিং সুবিধা ব্যবহার করে আশেপাশে থাকা টেলিগ্রাম ব্যবহারকারীদের খুঁজে বের করে তাদেকে মেসেজ দেয়ার ব্যবস্থা করতে পারত। ফোনের চারপাশের ২ কিলোমিটারের মধ্যে থাকা ব্যবহারকারীদের মেসেজ দেয়ার ফিচার ছিল সেটি।
তবে পাভেল জানান, পিপল নিয়ারবাই মাত্র ০.১% টেলিগ্রাম ব্যবহারকারীরা ব্যবহার করতেন, এবং ফিচারটির অপব্যবহারও হচ্ছিল। এখন ফিচারটি বন্ধ করে দিয়ে এর জায়গায় ‘বিজনেসেস নিয়ারবাই’ নামক নতুন একটি ফিচার আনা হচ্ছে, যা দিয়ে কাছাকাছি থাকা ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাবে, তাদের পণ্য দেখা ও কেনাকাটা করাও সম্ভব হবে।

বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ফিচারটি হচ্ছে টেলিগ্রাফে মিডিয়া আপলোডের সুবিধা। টেলিগ্রামের একটি নিজস্ব ব্লগিং টুল হচ্ছে টেলিগ্রাফ যেখানে ব্যবহারকারীরা নিজের নাম/পরিচয় প্রকাশ না করেই ব্লগ পোস্ট পাবলিশ করতে পারেন। সেগুলো লিংক দিয়ে শেয়ারও করা যায়। টেলিগ্রাফে এতদিন মিডিয়া ফাইল (ছবি, ভিডিও, ইত্যাদি) আপলোড করা যেত। কিন্তু এখন থেকে টেলিগ্রাফে নতুন কোনো মিডিয়া ফাইল আপলোড করা যাবেনা। পাভেল জানান, বেনামী ব্যবহারকারীরা এর অপব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে।

বন্ধ হলো টেলিগ্রামের দুই ফিচার, এলো নতুন সুবিধা

Read More

মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে টেলিগ্রাম এর জনপ্রিয়তা ধীরে ধীরে বেড়েই চলেছে। টেলিগ্রাম এর প্রতিষ্ঠাতা, পাভেল দুরোভ জানান যে বর্তমানে টেলিগ্রাম অ্যাপ এর প্রায় ৫০০মিলিয়ন স্বক্রিয় ব্যবহারকারী রয়েছে। চলুন জেনে নিই তুমুল জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ সম্পর্কে বিস্তারিত।
ফেসবুক এর বিভিন্ন অ্যাপ, যেমন মেসেঞ্জার, ইন্সটাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ এর পাশাপাশি টেলিগ্রাম একটি আদর্শ কলিং ও মেসেজিং অ্যাপ হতে পারে। এই অ্যাপটি এতোটাই ফিচারে ভরপুর যে সব ফিচার হয়ত আপনার ব্যবহার করাও হয়ে উঠবে না।
টেলিগ্রাম অ্যাপ এর সবচেয়ে বড় সুবিধা হলো এর ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট সুবিধা। পিসি, লিনাক্স, ম্যাক, বা ব্রাউজার থেকে শুরু করে অ্যান্ড্রয়েড, আইওএস পর্যন্ত এমন কোনো অপারেটিং সিস্টেম নেই যাতে টেলিগ্রাম অ্যাপ এর সাপোর্ট নেই।

টেলিগ্রাম কি নিরাপদ?

যেকোনো কলিং বা মেসেজিং অ্যাপে মানুষ তাদের ব্যক্তিগত ব্যাপারসমূহ কাছের মানুষদের সাথে শেয়ার করেন বলে এসব অ্যাপ এর ক্ষেত্রে নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। টেলিগ্রাম অ্যাপ এর নিরাপত্তা নিয়ে উদ্ধিগ্ন হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।
টেলিগ্রাম অ্যাপটিতে অসংখ্য ফিচার থাকলেও, এই অ্যাপের প্রধান আকর্ষণ মূলত অ্যাপটির এন্ড-টু-এন্ড এনক্রিপশন। তবে টেলিগ্রাম এর সকল চ্যাটই এই লেভেলের প্রাইভেসি বজায় রাখে, এমন কিন্তু না। টেলিগ্রাম এর অধিকাংশ মেসেজই ক্লায়েন্ট-টু-সার্ভার এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে। তবে এই ফিচারটি যেকোনো ডিভাইসে একই অ্যাকাউন্ট ব্যবহার করে টেলিগ্রাম এর চ্যাটসমুহ অ্যাকসেস এর সুবিধা দেয়। তাই এটি তেমন চিন্তার কোনো বিষয় নয়।
আপনি যদি একান্তই এন্ড-টু-এন্ড এনক্রিপশন চান, সেক্ষেত্রে টেলিগ্রাম এর Secret Chat ফিচারটি ব্যবহার করতে পারেন। এসব চ্যাট শুধুমাত্র একটি ডিভাইসে অ্যাকসেস করা যায় এবং নিরাপত্তার দিকে দিয়ে দারুণ কার্যকর।
টেলিগ্রাম এর প্রাইভেসি ও সিকিউরিটিকে বিশ্বাসযোগ্য বলে বিবেচনা করা হয়। টেলিগ্রাম এর সার্ভিস সমুহের এপিআই (API) ওপেন সোর্স কোড এর উপর ভিত্তি করে নির্মিত।

টটেলিগ্রাম অ্যাকাউন্ট এর ধরন

টেলিগ্রাম ব্যবহার এর সময় একাধিক ধরনের একাউন্ট দেখতে পাবেন। টেলিগ্রামে সাধারণ চ্যাট এর পাশাপাশি রয়েছে চ্যানেল, বট, ইত্যাদি। টেলিগ্রাম চ্যানেল অনেকটা ফেসবুক পেজ এর মতো। এসব চ্যানেলে পোস্ট করা মিডিয়া পাবলিকালি দেখা যায়। আবার অন্যদিকে বট হচ্ছে অটোমেটেড চ্যাট এজেন্ট, যেগুলো নিজ থেকেই মেসেজের রিপ্লাই দিয়ে বিভিন্ন কাজ করতে সক্ষম।

টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার নিয়ম

টেলিগ্রাম ব্যবহার করতে প্রথমেই একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে। চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক অ্যাপ ব্যবহার করে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার নিয়ম।

টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড

টেলিগ্রাম অ্যাপ আপনার হাতের কাছে থাকা যেকোনো ডিভাইসেই ব্যবহার করা যাবে। টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করতে নিচের তালিকা থেকে আপনার ডিভাসটি নির্বাচন করুনঃ


উল্লেখ্য যে ডেস্কটপ থেকে টেলিগ্রাম ব্যবহার করতে হলে প্রথমে অবশ্যই মোবাইল অ্যাপ এর মাধ্যমে অ্যাকাউন্ট সেটিংস করে নিতে হবে।

রেজিস্ট্রেশন

টেলিগ্রাম অ্যাকাউন্ট চালু করতে প্রথমেই টেলিগ্রামে প্রবেশ করে আপনার ফোন নাম্বার প্রদান করুন। এরপর টেলিগ্রাম থেকে কল বা মেসেজ এ আসা কোডটি প্রদান করুন ও ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন করুন।

ফোন নাম্বার নিয়ে রেজিষ্ট্রেশন করার পর অ্যাপে ব্যবহার এর জন্য একটি নাম দিন। চাইলে তৎক্ষণাৎ একটি প্রোফাইল পিকচারও জুড়ে দিতে পারেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের সাথে।

পারমিশন

টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পর আপনার কন্টাক্টস এর অ্যাকসেস এর পারমিশন চাওয়া হবে। আপনার ফোন নাম্বার লিস্টের কে কে টেলিগ্রাম ব্যবহার করে তা জানতে Allow করে দিন।
এরপর আপনার ফোনের ফটোস, মিডিয়া ও ফাইলস এর অ্যাকসেস এর পারমিশন চাইবে টেলিগ্রাম। আপনি যেহেতু টেলিগ্রাম ব্যবহার করে ছবি, ভিডিও, ইত্যাদি পাঠাবেন বা সেভ করবেন, তাই নিশ্চিন্তে Allow ট্যাপ করুন।
এরপর লকস্ক্রিনে চলমান কল কিংবা রিসিভ করা মেসেজ এর নোটিফিকেশন দেখা জারি রাখতে লকস্ক্রিন এর অ্যাকসেস এর পারমিশন Allow করে দিন।

সেটিংস

টেলিগ্রাম অ্যাপে প্রবেশ করে হ্যামবার্গার মেন্যু তে ট্যাপ করে Settings এ প্রবেশ করলে টেলিগ্রাম এর সকল সেটিংস দেখতে পাবেন। এখান থেকে টেলিগ্রাম এর সকল ফিচার নিজের ইচ্ছানুযায়ী কাস্টমাইজ করার সুযোগ রয়েছে।

টেলিগ্রাম পিন

টেলিগ্রাম একাউন্ট তৈরী করতে কোনো ধরনের পাসওয়ার্ড এর প্রয়োজন হয় না। তাই আপনার ফোনের লক খোলা থাকলে যেকেউ খুব সহজে আপনার টেলিগ্রাম চ্যাটস দেখতে পারবে। আপনার টেলিগ্রাম চ্যাটসমুহ এই সমস্যা থেকে নিরাপদ ও গোপন রাখতে ব্যবহার করতে পারেন টেলিগ্রাম এর পিন ফিচারটি। এই ফিচারটি ব্যবহার করে আপনি একটি পিন সেট করতে পারবেন, যা টেলিগ্রাম অ্যাপে প্রতিবার প্রবেশের সময় এন্টার করতে হবে। টেলিগ্রাম পিন সেট করতে টেলিগ্রাম অ্যাপে প্রবেশ করে টপ লেফট কর্নার থেকে হ্যামবার্গার মেন্যু তে ট্যাপ করুন। এরপর Settings এ ট্যাপ করুন। Privacy & Security সেকশনে প্রবেশ করুন।

আপনার টেলিগ্রাম অ্যাপ এর জন্য যে পিন সেট করতে চান সেটি লিখে টিক মার্কে ক্লিক করে পাসকোড লক সেট করুন। এছাড়াও প্রতিবার পাসকোড সেট করার পর একটি নির্দিষ্ট সময়ের জন্য টেলিগ্রাম ব্যবহারের ফিচার ও রয়েছে।

টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করার নিয়ম

টেলিগ্রাম অ্যাপ কিন্তু হোয়াটসঅ্যাপ এর মতো খুব সহজেই ব্যবহার করা যায়। অ্যাপ এ প্রবেশের পর ডানদিকে নিচের কর্নারে থাকা পেন্সিল আইকনে ক্লিক করে যে কারো সাথে টেলিগ্রামে চ্যাট করা যাবে। আবার টেলিগ্রামে একটি গ্রুপ চ্যাটে সর্বোচ্চ ২০,০০০ জন মেম্বার যুক্ত করা যায়। একই পেনসিল আইকনে ক্লিক করার পর New Group এ ক্লিক করে খুব সহজেই টেলিগ্রাম গ্রুপ চ্যাট খোলা যাবে। টেলিগ্রাম এর যেকোনো চ্যাটে প্রবেশ করে থ্রি-ডট মেন্যুতে ট্যাপ করলে অডিও কল, ভিডিও কল, সার্চ, ক্লিয়ার হিস্টোরি, নোটিফিকেশন মিউট করার অপশন, ইত্যাদি অপশন পাওয়া যাবে।

আপনি কি টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করেন? যদি টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করেন, তবে অ্যাপটি ব্যবহারের অভিজ্ঞতা আমাদের জানান কমেন্ট সেকশনে।

টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করার নিয়ম

Read More

Copyright © Thank You Travel Guide | Designed With By Blogger Templates
Scroll To Top